আর্টিজান হামলা: ‘রাজীব গান্ধী’ আবার রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৭, ১৭:০২
ফাইল ছবি

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মামলার আসামি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধীর আবার রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয় দিনের রিমান্ড শেষে আবার তাকে তিন দিনের রিমান্ডে পেল পুলিশ।

আবার সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজমের উপ-পরিদর্শক রফিক উদ্দিন আবার সাত দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে গত ১০ জুলাই এ মামলায় এ আসামির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

জানা গেছে, হলি আর্টিজানে হামলা মামলায় রিমান্ডে থাকা নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার আব্দুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজকের মুখোমুখি জিজ্ঞাসাবাদের জন্য রাজীব গান্ধীকে রিমান্ডে নেয়া হয়েছে।

হলি অর্টিজান মামলায় চলতি বছর ১৪ জানুয়ারি রাজিব গান্ধীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। ওই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

চলতি বছর ১৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে গ্রেপ্তার করে।

ধানমন্ডি থানার ওই মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ১ নভেম্বর রাজধানীর ধানমন্ডির থানাধীন রাইফেল স্কায়ের সামনে ১০/১২ জন আসামি নাশকতার পরিকল্পনা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে দুই আসামি পুলিশের হাতে ধরা পড়ে এবং অপর আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউন্টার টেরোরিজমের উপ-পুলিশ পরিদর্শক মোদ্দাসের কায়সার বাদী হয়ে ধানমন্ডি থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/১৭জুলাই/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :