অস্ট্রেলিয়ায় জাল নোটের ছড়াছড়ি

প্রকাশ | ১৭ জুলাই ২০১৭, ১৭:১৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

অস্ট্রেলিয়াতে ব্যাপক হারে জাল নোট ছড়িয়ে পড়ার বিষয়ে জনগণের প্রতি সতর্কতা উচ্চারণ করেছে পুলিশ। পুলিশ বলেছে, বন্যার মতো জাল নোট ছড়িয়ে পড়তে শুরু করেছে। তাসমানিয়া পুলিশ গোয়েন্দা পরিদর্শক জন কিং এ সতর্ক বার্তা উচ্চারণ করেন।

তিনি বলেন, সংঘবদ্ধ অপরাধী চক্র অস্ট্রেলিয়ার ৫০ ডলারের নোট প্রায় ত্রুটিহীন জাল করতে সক্ষম হয়েছে। একজন ব্যক্তি এ নোট তৈরি করছে এবং অন্যরা তা বাজারে ছাড়ছে। ডার্ক ওয়েবও বিক্রি হয়েছে কিছু কিছু জাল নোট।

খুব ভালোভাবে খতিয়ে দেখলেই কেবল ধরা পড়বে যে এটি আসল নোটের চেয়ে তুলনামূলকভাবে আকারে অল্প ছোট, ওজনে একটু কম এবং ভিন্নতা রয়েছে সিরিয়াল নম্বরে।প্রযুক্তি সহজলভ্য এবং সস্তা হয়ে যাওয়াকে জাল নোট বিস্তারের জন্য দায়ী করেন তিনি।

গত পাঁচ বছরে তাসমানিয়া জাল নোট ছড়িয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি।তবে গত আর্থিক বছরে সাতজনের কাছে ৪২টি জালনোট পাওয়া যায়।

অস্ট্রেলিয়ার আইনে জাল নোট তৈরির সঙ্গে জড়িত থাকার দায়ে সর্বোচ্চ ১৪ বছর এবং তা চালানোর সঙ্গে জড়িত থাকার দায়ে ১২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সূত্র: এবিসি নিউজ ও পার্স টুডে

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসআই)