৮০ হাজার রোহিঙ্গা শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে: জাতিসংঘ

প্রকাশ | ১৭ জুলাই ২০১৭, ১৭:৪৯ | আপডেট: ১৭ জুলাই ২০১৭, ১৭:৫৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

জাতিসংঘ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে হাজার হাজার রোহিঙ্গা শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। অনূর্ধ্ব পাঁচ বছরের এসব শিশুর জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন বলেও জানিয়েছে জাতিসংঘ। খবর প্রেস টিভির।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) আজ সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এতে বলা হয়েছে, এই এলাকায় ৮০,৫০০ শিশু খুবই ‘খারাপ’ অবস্থায় রয়েছে। মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত এই শিশুগুলোকে আগামী ১২ মাসের মধ্যে  চিকিৎসা দিতে হবে।

মিয়ানমার ডব্লিউএফপির মুখপাত্রের মতে, শিশুদের জন্য পরিস্থিতি খুবই শোচনীয়। তাদের শরীর দ্রুত ওজন হ্রাস খুব ভয়াবহ হতে পারে। এই কারণে শিশুদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিতে পারে এবং এতে শিশু মারা যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রায় ৩৮ হাজার পরিবার অর্থাৎ ২ লাখ ২৫ হাজার ৮০০ মানুষ অনাহারে এবং অর্ধাহারে দিন কাটাচ্ছে। তাদের অবিলম্বে মানবিক সহায়তা প্রয়োজন বলে জানানো হয়।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসআই)