সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দায় নিলেন কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৭, ১৭:৫০

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য জন্য মন্ত্রী হিসেবে দায় অস্বীকার করছেন না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই দেশে দূর্ঘটনায় মানুষ পাখির মত পথের বলি হচ্ছে। এই মানুষগুলোর মৃত্যু অনেক পরিবারকে নিঃস্ব করে দেয়। পথের বলিতে অনেক পরিবার পথে বসেছে। আমরা দায় এড়াতে পারব না।’

সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গঠিত ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘ আমি গাড়ির মালিকও নই, চালকও নই। তারপরেও মন্ত্রী হিসেবে আমি এ দায় এড়াতে পারি না। আমার কষ্ট লাগে। আমি বেদনার অঙ্কুরে বিদ্ধ হই।’

কাদের বলেন, ‘সড়ক দুর্ঘটনা খুব একটা কমেনি। আমরা

ব্ল্যাক স্পটের যে সমাধান করেছি তাতে এতটা হবে আশা করিনি। আগে রাস্তাঘাট খারাপ ছিল। এখনতো ইঞ্জিনিয়ারিং প্রবলেমও তেমন নেই। ফাঁকা রাস্তা হলে আমি বেশি ভয় পাই। তখন সব আলেকজান্ডার পথে পথে স্টিয়ারিংযে বসেই পথের রাজা। রাস্তা ভাল থাকলে আরও বেশি হয়। এটা আরও একটি চিন্তার বিষয়।’

‘আমরা সত্যি এ বিষয়টা নিয়ে দুর্ভাবনায় থাকি। রাস্তায় যখন মানুষের রক্ত দেখি তখন খুব খারাপ লাগে। আমি চাই আরও কমাতে। তাই আমাদের আরও চেষ্টা করতে হবে। অনেক পথ পাড়ি দিতে হবে।’

মতবিনিময় সভায় নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়ক দূর্ঘটনার ভয়াবহতা আগের মত নেই। কিছুটা উন্নতির দিকে আমরা আছি। আমরা এখান থেকে শপথ করব, আমরা আমাদের সড়কে দুর্ঘটনা কমিয়ে নিয়ে আসব। আমাদের যে টার্গেট আছে আমরা সেটা অবশ্যই পূরণ করব। আমি বিশ্বাস করি, আমরা চালক,মালিক, যাত্রী, পথচারী, প্রশাসন এবং সরকার সকলে মিলে যদি চেষ্টা করি এটা কমিয়ে নিয়ে আসা এমন কোনো দুরূহ ব্যাপার না।’

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন, ছিদ্দিক, বিআরটিএ চেয়ারম্যান মশিউর রহমানসহ ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৭জুলাই/এমএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বেড়েই চলছে: ড্যাব 

এই বিভাগের সব খবর

শিরোনাম :