নামেই সেলফি ফোন, কাজে অষ্টারম্ভা!

প্রকাশ | ১৭ জুলাই ২০১৭, ১৭:৫৮

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের বাজারে নতুন একটি সেলফি ফোন আনলো ইনটেক্স। ফোনটির নাম ইনটেক্স অ্যাকুয়া সেলফি। যদিও ফোনটির নাম সেলফি ফোন কিন্তু এই ফোনের সেলফি ক্যামেরা মাত্র ৫ মেগাপিক্সেলের। তাই পাঁচ মেগাপিক্সেলের ফোনে কেমন সেলফি উঠতে তা নিয়ে সন্দেহ রয়েছে। 

ইনটেক্স অ্যাকুয়া সেলফি ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এতে ১.৩ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর রয়েছে। এছাড়াও আছে ২ জিবি র‌্যাম। ফোনটিতে ১৬ জিবির বিল্টইন মেমোরি ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানো যাবে ৬৪ জিবি।  

ছবির জন্য ফোনটিতে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

ভারতের বাজারে ফোনটির মূল্য ৬ হাজার ৬৪৯ রুপি।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এজেড)