রান আমাকে করতেই হবে : সৌম্য

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৭, ১৮:১৭

সৌম্য দীর্ঘ দিন ধরে একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। সমস্যাটা হলো, ধারাবাহিকতার চরম অভাব। এরমধ্যে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো পুরোপুরি ব্যর্থ তিনি। সৌম্য সরকার এখন কাজ করছেন নিজেকে ফিরে পাওয়া জন্য। কীভাবে ধারাবাহিকতা বজায় রাখা যায় তাতেই মনোযোগ তার।

মিরপুরে সোমবার তিনি কথা বলেন নিজের ফর্ম নিয়ে।সৌম্য বলেন,‘ একদিন ভালো করছি, আরেকদিন ভালা হচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ করেছি। তার আগের সিরিজটা কিন্তু ভালো করেছি। আমি নিজে এসব উপলব্ধি করছি। আসলে আমার সমস্যার সমাধান আমাকেই বের করতে হবে। নিয়মিত যদি একইধরনের আউট হতাম, বুঝতাম সমস্যা একই রকম। কিন্তু আউটগুলো একই রকম নয়। সমস্যা ভিন্ন ভিন্ন। আমি চেষ্টা করছি সমস্যাগুলো সমাধান করার। রান তো আমাকে করতেই হবে। এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

অনেক সমস্যা দৃষ্টিকটূভাবে আউট হচ্ছেন সৌম্য, যা নিয়ে সমালোচনা চারদিকে। কিন্তু এটাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না তিনি।বললেন,‘আসলে আমার খেলার ধরনটাই এমন। রান করলে ব্যাটিং দেখতে হয়তো ভালো লাগে। আর রান না পেলে হয়তো ব্যাটিংটা দেখতে খারাপ লাগে।’

দারুণ ধারাবাহিক তামিম ইকবাল থেকে শিখছেন বলে জানালেন সৌম্য।বললেন,‘ওনার কাছ থেকে আমি নিয়মিতই শিখি। মাঠে যখন তার সাথে খেলি তখনও আমি দেখি যে তিনি কিভাবে ব্যাট করছেন।’

সামনে অস্ট্রেয়িার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ভাবছেন সৌম্য।ভালো করতে চান সেখানে। বললেন,‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে আমরা মুখিয়ে আছি। আশা করি, আমরা ভালো ক্রিকেট খেলে অস্ট্রেলিয়াকে হারাতে পারব। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমার প্রথম টেস্ট সিরিজ হবে, তাই এটাকে স্মরনীয় করে রাখতে চাই। আমার ব্যাটিংয়ে যাতে অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো টেস্ট জিততে পারি, সেই চেষ্টাই করব।’

(ঢাকাটাইমস/১৭জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :