যশোরে বাসচাপায় ভ্যানচালক নিহত

প্রকাশ | ১৭ জুলাই ২০১৭, ১৮:৩১

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোর শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে বাসচাপায় হাসান আলী (৩৫) নামে এক ভ্যানচালক মারা গেছেন।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে বটতলা মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় লোকজন রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন। ফলে রাস্তার দুপাশে যানবাহনের বিশাল লাইন পড়ে যায়।

প্রায় চারঘণ্টা পর বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

নিহত হাসান আলী শহরের শংকরপুর টার্মিনাল এলাকার মোজাহার আলীর ছেলে।

প্রতাক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে হাসান আলী রাস্তার বাম পাশে দাঁড়িয়ে তার ভ্যানের চেইন তুলছিলেন। ওই সময় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সাতক্ষীরামুখী একটি বাস (খুলনা-ব ১০৯৭) তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর বাস ফেলে তার চালক ও হেলপার পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা মৃত ঘোষণা করে বলেন, হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে৷

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাসার ঘটনাস্থলে যান।

তিনি বলেন, বাস চাপায় হাসান নামে একজন ভ্যানচালক ঘটনাস্থলে প্রাণ হারান। ময়নাতদন্তের জন্যে লাশ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, উত্তেজিত জনতা ঘটনাস্থলে একটি স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে যান চলাচল স্বাভাবিক বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/১৭জুলাই/প্রতিনিধি/ ইএস)