শেষ দিনের উত্তেজনার অপেক্ষায় কলম্বো টেস্ট

প্রকাশ | ১৭ জুলাই ২০১৭, ১৯:২৫

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

দারুণ জমে উঠলো কলম্বো টেস্ট। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা।আর তাতেই কাল (মঙ্গলবার) শেষ দিনে নাটকের অপেক্ষায় দুই দলের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি। আপাতত দুই দলের সম্ভাবনাই সমান সমান।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে রানে অল আউট হলে শ্রীলঙ্কার সামনে টার্গেট দাঁড়ায় ৩৮৮ । জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বেশ ভালোই করছে স্বাগতিকরা। ৩ উইকেটে ১৭০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। মেন্ডিস ৬০ এবং ম্যাথুস অপরাজিত আছেন ১৭ রান নিয়ে। জয়ের জন্য চাই আরো ২১৮ রান। হাতে ৫ উইকেট। মানে এখনও বলা যাচ্ছে না কলম্বোতে শেষ হাসি কারা হাসবে।

এ ম্যাচ জিতলে রেকর্ড গড়ে ফেলবে শ্রীলঙ্কা।শ্রীলঙ্কার মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩৭৭ রানের লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড পাকিস্তানের। ২০১৫ সালে পালেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেট জিতেছিল পাকিস্তান। দেশের মাটিতে শ্রীলঙ্কা সর্বোচ্চ ৩৫২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে, ২০০৬ সালে পি সারা ওভালে।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে ৩৫৬ ও ৩৭৭ (মাসাকাদজা ৭, চাকাভা ৬, মুসাকান্দা ০, আরভিন ৫, উইলিয়ামস ২২, রাজা ১২৭, মুর ৪০, ওয়ালার ৬৮, ক্রিমার ৪৮, টিরিপানো ১৯, পোফু ৯*; লাকমল ০/৪৩, হেরাথ ৬/১৩৩, পেরেরা ৩/৯৫, কুমারা ১/৭২, মেন্ডিস ০/১৬)

শ্রীলঙ্কা ৩৪৬ ও ১৭০/৩ (করুনারত্নে ৪৯, থারাঙ্গা ২৭, মেন্ডিস ৬০*, চান্দিমাল ১৫, ম্যাথিউস ১৭*; রাজা ০/২৯, উইলিয়ামস ১/২, ক্রিমার ২/৬৭, ওয়ালার ০/১০)

(ঢাকাটাইমস/১৭জুলাই/ডিএইচ)