নির্মাণ শ্রমিক হত্যার বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৭, ২০:৫০

বরিশাল নগরীর ইমারত নির্মাণ শ্রমিক আজাদ সিকদারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন করে জেলা ইমারত নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদ বরিশাল বিভাগীয় শাখা।

পরিষদের সভাপতি আ. জলিলের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভ্পাতি অ্যাড. একে আজাদ, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউনুস কালু, সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) সভাপতি আইয়ুব আলী, গনসংহতি আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব হারুনুর রশিদ সহ অণ্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, এক দিন কাজে না যাওয়ায় গত ৩০ এপ্রিল নগরীর রূপাতলী ধান গবেষণা সড়কে আজাদ সিকদারকে বেদম মারধর এবং দেয়ালে মাঠা ঠুকিয়ে গুরুতর আহত করেন স্থানীয় বাড়িওয়ালা মো. কবির। পঞ্চম দিন চিকিৎসাধীন থাকার পর গত ৪ মে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রং মিস্ত্রি আজাদ মারা যায়। এর পরে আজাদের হত্যাকারীদের বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত প্রশাসন দৃশ্যমান কোন কিছু ব্যবস্থা নিচ্ছে না।

এসময় তারা আজাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের জোর দাবি জানান। অন্যথায় নির্মাণ শ্রমিক সংগঠনগুলো কঠোর কর্মসূচি ঘোষণা করবে হুঁশিয়ারি দেন তারা।

(ঢাকাটাইমস/১৭জুলাই/টিটি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :