ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা খুনে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ | ১৭ জুলাই ২০১৭, ২১:২২

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নান খুনের ঘটনায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে সমিরের তিন ভাই গ্রেপ্তার হলেন।

সোমবার বিকালে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার ভোরে দেবাশীষ দত্ত সমীরের ছোট ভাই সজীব দত্তকে পুলিশ নওগাঁ সদরের লোহারপুর এলাকা থেকে থেকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ইতোমধ্যে সজীব দত্তকে ঠাকুরগাঁও সদর থানায় নিয়ে আসে।

গত ১১ জুলাই রাতে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক আব্দুল মান্নানকে ধারালো ছোড়া দিয়ে কুপিয়ে হত্যা করেন সজীব দত্ত ও তার সহযোগীরা। এ ঘটনায় মান্নাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন সাবেক ছাত্রলীগ নেতা জুম্মন।

স্বেচ্ছাসেবক লীগ নেতা মান্নান হত্যার ঘটনায় নিহতের বড় ভাই আবু আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় সজীব দত্ত ও শান্তর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়।

সজীব দত্ত ও শান্তর বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠায় তাদের দল থেকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭জুলাই/প্রতিনিধি/জেবি)