হজ ফ্লাইট ২৪ জুলাই থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৫:৫৪ | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৭, ১৪:৫২
ফাইল ছবি

আগামী ২৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। চলবে ২৬ আগস্ট পর্যন্ত। ফিরতি হজ ফ্লাইট ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ৫ অক্টোবর পর্যন্ত। আর ২২ জুলাই হজ ক্যাম্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রথম ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। এবারই প্রথম মদিনায় সরাসরি হজ ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানান রাশেদ খান মেনন। এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন।

মন্ত্রী জানান, পোস্ট হজ ফ্লাইট (ফিরতি) শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। এদিন স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে জেদ্দা ত্যাগ করে হজ ফ্লাইট ঢাকায় পৌঁছবে বেলা ২টা ১০ মিনিটে। পোস্ট হজ্জ ফ্লাইট শেষ হবে ১০ অক্টোবর।

রাশেদ খান মেনন জানান, হজযাত্রী পরিবহন কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষ্যে জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৭ অনুযায়ী সংশ্লিষ্ট এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এমএম/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

৫০ হাজার টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন

এই বিভাগের সব খবর

শিরোনাম :