রকিব মার্কা কমিশনে পরিণত হচ্ছে ইসি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৮:৫৭ | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৭, ১৫:১১

বর্তমান নির্বাচন কমিশন সাবেক কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কমিশনের মতোই হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) বাস্তবতা উপেক্ষা করে একাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফখরুল। রবিবার নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের রোডম্যাপের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন করে বিএনপি।

রোডম্যাপকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে দলটির নেতারা বলছেন, এতে তারা হতাশ ও ক্ষুব্ধ।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল মূল বক্তব্য উপস্থাপন করলেও স্থায়ী কমিটির কয়েকজন সদস্য এ নিয়ে কথা বলেন।

সদ্য বিদায়ী নির্বাচন কমিশন নিয়ে বিএনপির ব্যাপক আপত্তি ছিল। তাদের দাবি, এই কমিশন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে। ক্ষমতাসীন দলের প্রভাব অগ্রাহ্য করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সাংবিধানিক বাধ্যবাধকতার বদলে তারা ক্ষমতাসীনদের জয় নিশ্চিত করতে কাজ করেছে।

কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনকে দায়িত্ব দেয়ার পরও বিএনপি প্রায় একই ধরনের প্রতিক্রিয়া দিয়েছে। তবে বর্তমান কমিশনের অধীনে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট বড় ধরনের কোনো অভিযোগ করেনি তারা। তবে আজকের সংবাদ সম্মেলনে বিএনপি বলেছে, দুই কমিশনের মধ্যে কোনো পার্থক্য তাদের চোখে ধরা পড়ছে না।

দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ২০১৪ সালের ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী ২০১৯ সালের ২৮ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

রবিবার রোডম্যাপ ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কে এম নূরুল হুদা বলেছেন, ‘এটি একটি সূচনা দলিল। নির্বাচনের পথে কাজের জন্য এ কর্মপরিকল্পনাই সব নয়। সংযোজন-পরিমার্জন করে সবার মতামত নিয়ে আমরা কাজ করে যাব।’

এই রোডম্যাপকে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার নীল নকশা বাস্তবায়নের সূচনা বলছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সরকার সুপরিকল্পিতভাবে একতরফা নির্বাচন করতে তাদের অনুগত নির্বাচন কমিশনকে ব্যবহার করছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘জাতির প্রত্যাশা ছিল নির্বাচন কমিশন সব ভয়ভীতি ও প্রভাব মুক্ত হয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচনকালীন একটি সহায়ক সরকারের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। সে লক্ষ্যেই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি (সিইসি) যে দায়িত্বহীন উক্তি করেছেন, এতে জাতির সেই আশাকে সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে।’

তিনি বলেন, ‘যেনতেনভাবে একটি নির্বাচন অনুষ্ঠান ও আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলকে আনতে হবে, সবাইকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন সেই লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য রোডম্যাপ দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটাও প্রমাণিত হয়েছে, সেই ইচ্ছা তাদের নেই।’

বর্তমান নির্বাচন কমিশন আরেকটি ‘রকিবমার্কা’ কমিশনে পরিণত হতে চলেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন দিয়ে যে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান হবে না, তা স্পষ্ট হয়ে গেছে।

ইসির সংলাপে বিএনপি সাড়া দেবে কি না, জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, সংলাপে সাড়া দেওয়া অনেক পরের কথা। বিএনপির প্রত্যাশা নির্বাচন কমিশন বাস্তবতা উপলব্ধি করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নেবে।

‘সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়’ সরকারি দলের নেতাদের এমন বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, এটি একটি রাজনৈতিক ইস্যু। এটাকে রাজনৈতিকভাবেই সমাধান করতে হয়। এখানে সংবিধানের কথা বলে লাভ নেই। জনগণের জন্য সংবিধান, সংবিধানের জন্য জনগণ নয়। সংবিধান জনস্বার্থের ঊর্ধ্বে হতে পারে না।

আরেক প্রশ্নের জবাবে দলের জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচনকালীন সরকারের ব্যবস্থাকে নির্বাচন কমিশন সম্পূর্ণ এড়িয়ে গেছে। নির্বাচনকালে যদি দলীয় সরকার থাকে, তাহলে ইসি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না। নির্বাচন কমিশন সহায়ক সরকারের ব্যবস্থা না করে যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে, আমরা মনে করি এতে ষড়যন্ত্র আছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮জুলাই/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :