প্রথমবারের মত মদিনায় যাবে হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৭, ১৫:৫০

এবার প্রথমবারের মত মদিনা বিমানবন্দরে হজ ফ্লাইট যাবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ‘মদিনা বিমানবন্দরে ফ্লাইট যাওয়ার বিষয়টি আগেই সিদ্ধান্ত ছিল, সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে।’

মঙ্গলবার সচিবালয়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ২০১৭ সালের হজ সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা বলেছি আমাদের ৩০ ভাগ হজ ফ্লাইট মদিনায় দিতে হবে। সেখানে আমাদের যাত্রীদের চাহিদা অনুসারে হাব, এটাব, বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স বসে ঠিক করে নেবেন কতগুলো ফ্লাইট যাবে।’

মন্ত্রী জানান, আগামী ২৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। যা চলবে ২৬ আগস্ট পর্যন্ত। ফিরতি হজ ফ্লাইট ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ৫ অক্টোবর।

তিনি বলেন, ‘বিমানের ভাড়া নিয়ে বেশ কিছুদিন আলোচনা হচ্ছিল। বাংলাদেশ বিমান এবং সৌদি অ্যারাবিয়ান বিমানের ভাড়া খুবই সামান্য ব্যবধান আছে। সৌদি এয়ারলাইন্সে কিছু বেশি আছে। আমাদের পার্লামেন্টে যে বাজেট হয়েছে সে বাজেটে এক্সাইজ ডিউটি নতুন করে আরোপ হয়েছে। টার্মিনাল চার্জ হিসেবে ধরা হয়েছিল ৫০ রিয়াল কিন্তু আসলে এটা ১৭৪ রিয়াল। যে ব্যবধানটা হয়েছে এটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়া হবে যাতে করে অসুবিধা না হয়।’

এবার যাতে বিমান খালি না যায় সেজন্য ৫০ ভাগ ভাড়া আগে থেকেই নিয়ে নেয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যাতে হজযাত্রীরা এসে ঠিকভাবে টিকেট সংগ্রহ করেন।’

বিমানের সিটি চেকিং বাদ যাওয়ার ফলে আগে যে চার্জ নেয়া হয়েছে হজযাত্রীদের কাছ থেকে তা ফেরত দেয়া হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘ঐ চার্জ ফেরত দেয়া হবে। ওটা হজের পর ফেরত দেয়া হয়, আগে দেয়া হয় না।’

টিকেট সিন্ডিকেট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যদি সিন্ডিকেট এজেন্সি থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা হাব এবং এটাকে জানিয়ে থাকি। তারা ব্যবস্থা আগেও নিয়েছেন এবং নেবেন।’

সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন বলেন, ‘এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে হজ করতে যাচ্ছেন। আমরা একটা সবুজ সংকেত পেয়েছি। আগামীতে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি, দেড় লাখের মত বাংলাদেশ থেকে হজ করতে পারবে। এটা নিয়ে সৌদি আরবের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এমএম/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :