ঠাকুরগাঁওয়ে স্কুলের প্রধান শিক্ষকের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৭, ১৮:১২

ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মহর আলী (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তার লাশ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এসময় পুলিশ লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করে।

মঙ্গলবার ভোরে নামাজ পড়ার কথা বলে স্কুলশিক্ষক মহর আলী বাড়ি থেকে বের হয়ে আসেন এবং বাড়ির পাশে ওই গাছে ফাঁস দেন। প্রত্যক্ষদর্শীরা তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানার এস আই আনিসুর রহমান জানান, মহর আলী মৃত্যুর পূর্বে চিরকুট লিখে তার মৃত্যুর জন্য দায়ী কে তা উল্লেখ করেন। চিরকুটে তিনি লিখেন, ‘কোনো শিক্ষক মানুষ হত্যা করতে পারে না। কাজেই মামলার আসামিও হতে পারে না।’

প্রসঙ্গত, প্রধান শিক্ষক মহর আলীর ভগ্নিপতি কিছুদিন আগে সদর উপজেলার রাজাগাঁও ইউপির পাশে খুন হন। ওই ঘটনায় ছেলের বাবা বাদী হয়ে মেয়ের পরিবারের লোকজনসহ তার মহর আলীর বিরুদ্ধেও আদালতে মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/১৮জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :