বেইলি ব্রিজ ভেঙে দক্ষিণ টাঙ্গাইলে যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৭, ১৮:১৬

টাঙ্গাইল-পাকুটিয়া সড়কের সেহরাতৈল নামক স্থানে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক পানিতে ডুবে গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এরপর থেকে টাঙ্গাইল সদরের সঙ্গে দক্ষিণ টাঙ্গাইলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে ১৪ জুলাই শুক্রবার একই সড়কে দেলদুয়ারের চড়পাড়া নামক স্থানে এ্লাংজানি নদীর উপর নির্মিত ব্রিজটি ভেঙে পড়ায় দক্ষিণ টাঙ্গাইলের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ওই দিন একটি বাস ব্রিজটি পার হওয়ার সময় ব্রিজটির একাংশ ডেবে যায়। তবে এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

দুটি ব্রিজটি অকেজো হওয়ায় দক্ষিণ টাঙ্গাইল ও মানিকগঞ্জের সাথে টাঙ্গাইল সদর থেকে দক্ষিণ টাঙ্গাইলসহ মানিকগঞ্জের যোগাযোগ বন্ধ রয়েছে। এতে নদীর দুই পাড়ে শত শত যানবাহন আটকা পড়ে আছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

(ঢাকাটাইমস/১৮জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :