প্রয়াণ দিবসে হুমায়ূন স্মরণে কেন্দুয়ায় নানা আয়োজন

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৯:৩০ | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৭, ১৯:১৫

কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের পঞ্চম প্রয়াণ দিবস উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় নানা আয়োজন করা হয়েছে।

আগামীকাল ১৯ জুলাই বুধবার দিনব্যাপী এই আয়োজন থাকছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

উপজেলার নিজগ্রাম কুতুবপুরে হুমায়ূনের হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

এছাড়া কেন্দুয়া উপজেলা সদরে হুমায়ূন ভক্ত তরুণদের সংগঠন হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ ও সাহিত্য সংস্কৃতিবিষয়ক সংগঠন চর্চা সাহিত্য আড্ডা যৌথভাবে শোক র‌্যালি, হুমায়ূন আহমেদের বইপড়া ও আলোচনা সভার আয়োজন করেছে।

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, হুমায়ূন স্যারের প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে নেয়া কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় কোরআন খতম, ১০টায় শোক র‌্যালি, ১১টায় হুমায়ূন প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ-দোয়া মাহফিল।

অপরদিকে হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের সভাপতি মজিবুর রহমান ও চর্চা সাহিত্য আড্ডা’র সমন্বয়কারী রহমান জীবন জানান, প্রতি বছরের মতো এবারও সংগঠন দুইটি যৌথভাবে কর্মসূচি নেয়া হয়। সকাল ১০টায় শোক র‌্যালি, হুমায়ূন আহমেদের বইপড়াসহ দোয়া মাহফিলের আয়োজন রয়েছে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :