পাকুন্দিয়ায় দুদকের সততা স্টোর উদ্বোধন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৭, ১৯:৩৩

অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা চর্চার লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করেছে দুর্নীতি দমন কমিশন।

মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সততা স্টোর চালু করা হয়।

এ উপলক্ষ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এক আলোচনা সভার আয়োজন করেন।

আয়োজিত অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম.এ রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কাটার মধ্য দিয়ে সততা স্টোরের কার্যক্রম উদ্বোধন করেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া, দুদক ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মেদ, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হান্নান প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অন্নপূর্ণা দেবনাথ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন, জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, দুদক ময়মনসিংহ অঞ্চলের সহকারি পরিচালক নূরে আলম সিদ্দিক, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী মো. শাহজাহান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :