বগুড়ায় বন্যার্তদের পাশে প্রভাতফেরী ফাউন্ডেশন

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৭, ১৯:৩৪

বগুড়ায় তরুণদের নিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাতফেরী ফাউন্ডেশন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। সংগঠনের সদস্যরা ব্যক্তিগত অর্থ সংগ্রহ করে ২৫০ জন বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবার চিড়া, মুড়ি, গুড় এবং খাবার স্যালাইন বিতরণ করেছেন।

বন্যাকবলিত গোসাইবাড়ি ইউনিয়নের আওলাগান্দি বাঁধে আশ্রয় নেয়া মানুষদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন প্রভাতফেরী ফাউন্ডেশনের সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, সহ- সভাপতি হিমেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক অনিক ইসলামসহ মেহেদী হাসান, মাসুম বিল্লাহ, জান্নাতুল রিতু, রাকিব খান, মাসুল আলম প্রমুখ।

বগুড়ায় চলমান বন্যায় সারিয়াকান্দি, ধুনট এবং সোনাতলা উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। তিন উপজেলার প্রায় ৩০টির মতো ইউনিয়ন বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এতে প্রায় ২৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব পানিবন্দি মানুষ উঁচু জায়গা, রাস্তা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। বন্যার্ত এসব মানুষ খাবার, বিশুদ্ধ পানি, জ্বালানিসহ তিব্র গো-খাদ্য সংকটে পড়েছে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :