ছাত্রলীগ বন্যার্তদের পাশে আছে, ভীত হবেন না: জাকির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৭, ১৯:৫৭

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে বন্যার মতো প্রকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বন্যার্ত মানুষের পাশে আছে ছাত্রলীগ, আপনারা ভীত হবেন না। যতদিন শেখ হাসিনা সরকার আছে ততদিন একটা মানুষও একবেলা না খেয়ে থাকবে না। সেই লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। বঙ্গবন্ধু কন্যার রাজনীতি সাধারণ মানুষের জন্য।’

মঙ্গলবার সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে এস এম জাকির হোসাইনের নেতৃত্বে আজ দ্বিতীয় দিনের মতো বিভিন্ন উপজেলায় ত্রাণ কার্যক্রম চালানো হয়। এর আগে গতকালও বেশে কয়েকটি উপজেলায় বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।

জাকির হোসাইন বলেন, ‘সাধারণ মানুষকে সব দিক থেকে সুরক্ষিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। যতই প্রাকৃতিক দুর্যোগ হোক আমরা এটা কাটিয়ে উঠব। সেই প্রস্তুতি আওয়ামী লীগ সরকারের রয়েছে। এই সরকার অতীতেও সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনারা চিন্তিত হবেন না।’

এ সময় তিনি সমাজের বিত্তবান শ্রেণির মানুষকে অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়ে বলেন, ‘আশা করি দেশে বিদেশে অবস্থানরত সবাই সাধ্যমত এগিয়ে আসবেন। আমাদের সবারই কিছু না কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে।’

ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সুমন, রাজিব আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ সজিব, ক্রিড়া সম্পাদক চিন্ময় রায়, উপ-সাহিত্য সম্পাদক আব্দুর রহমান শাকুর সহ-সম্পাদক ইব্রাহীমসহ স্থানীয় নেতারা।

(ঢাকাটাইমস/১৮জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :