পদ্মাপাড়ে ক্রিকেট স্টেডিয়ামের সম্ভাব্য স্থান পরিদর্শন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৭, ২০:১৩

মানিকগঞ্জে পদ্মা পাড়ে আর্ন্তজাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্যস্থান ঘুরে দেখেছেন জাতীয় ক্রীড়া পরিষদ ও বুয়েটের প্রতিনিধি দল। মঙ্গলবার দুপুরে শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট সংলগ্ন এ এলাকা ঘুরে দেখেন তারা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত আর্ন্তজাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্যস্থান নির্ধারণ করা হয়েছে পাটুরিয়া ফেরি ঘাট সংলগ্ন ধুতরাবাড়ি মৌজায়।

দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, ক্রীড়া পরিষদের প্রকৌশলী হেদায়েতুল হক মির্জা, সুকুমার সাহা এবং বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক বদরুজ্জামান, ইকরামুল হক, মাহফুজুর রহমান স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল মো. রাশেদ উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘প্রধামন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় বলেছেন আর্ন্তজাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামটি হবে পদ্মা পাড়ে। এজন্যই পাটুরিয়া ফেরি ঘাট সংলগ্ন এলাকাটি নির্বাচন করা হয়েছে। ফেরি ঘাট ছাড়াও এর চারপাশে রয়েছে সুন্দর প্রকৃতি। এখানে স্টেডিয়ামটি নির্মিত হলে এ অঞ্চলে পযটন শিল্পও বিকশিত হবে।’

অপর এক প্রশ্নের জবাবে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস বলেন, ‘আর্ন্তজাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য ২৫ একর জমির প্রয়োজন। সম্ভাব্যস্থানে সেই জমি রয়েছে। বুয়েটের প্রতিনিধি দল পজিটিভ রিপোর্ট দিলেই জমি অধিগ্রহণসহ অন্যান্য কাজ শুরু হবে।’

বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যেই স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হবে বলে আশ্বাস দেন ক্রীড়া পরিষদের সচিব।

ঢাকাটাইমস/১৮জুলাই/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :