তামিমের দলে চ্যাম্পিয়নস ট্রফির দুই নায়ক

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৭, ১০:০২

চ্যাম্পিয়নস ট্রফিতে আলো ছড়ানো দুই পাকিস্তান তারকা হাসান আলী এবং ফখর জামানকে দলে ভেড়াল তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানস। ফখর-হাসান ছাড়াও কুমিল্লার হয়ে পঞ্চম বিপিএল মাতাবেন পাকিস্তানের শোয়েব মালিক, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র। তবে আলোচনার টেবিলে ফখর ও হাসান। দুই জনের জন্যই বিপিএল প্রথম বিদেশি কোনো ঘরোয়া টি-টুয়েন্টি লিগ।

হাসান গত বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমিতে খেললেও ফখর সুযোগ পাননি। চ্যাম্পিয়নস ট্রফিতে ফখরের ওয়ানডে অভিষেক হয়। ফাইনালে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আসরে তার মোট রান ২৫২। আর হাসান পুরো টুর্নামেন্টে শিকার করেছেন ১৩টি উইকেট।

এদিকে গত দুই মৌসুম তামিম ইকবাল খেলেছিলেন চিটাগাং ভাইকিংসের হয়ে। এবার আর সেই ঘরে নেই। চিটাগাং ছেড়ে তামিম এবার যোগ দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। ইতোমধ্যে টাইগার ওপেনারের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা অনেকটাই সেরে ফেলেছে কুমিল্লা।

অপরদিকে কুমিল্লাকে শিরোপা পাইয়ে দেয়া দলনেতা মাশরাফি বিন মুর্তজাকে এবার ছেড়ে দিয়েছে দলটি। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক এবার যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে।

শুধু আইকন খেলোয়াড় তামিমকেই নয়, দেশি-বিদেশি বেশ কয়েকজন খেলোয়াড়কে দলভুক্ত করেছে কুমিল্লা। দেশি খেলোয়াড়দের মধ্যে গতবারের ওপেনার ইমরুল কায়েসকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। সঙ্গে ওপেনার লিটন দাস ও অলরাউন্ডার সাইফউদ্দিনকে দলভুক্ত করেছে কুমিল্লা।

কুমিল্লা ভিক্টোরিয়ানস

দেশি: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস ও সাইফউদ্দিন।

বিদেশি: রশিদ খান, মোহাম্মদ নবী (আফগানিস্তান), অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা), শোয়েব মালিক, হাসান আলী, ইমরান খান জুনিয়র ও ফখর জামান (পাকিস্তান), ড্যারেন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ)।

(ঢাকাটাইমস/১৯জুলাই/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :