বিদেশি তারকায় ঠাসা কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৭, ১০:১৯
ফাইল ছবি

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। তার আগে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। সেই লক্ষ্যকে সামনে রেখে দল গোছাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো।

ইতোমধ্যে বেশ কয়েকজন বিদেশি তারকা দলে ভেড়ানোর কথা জানান দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। যে তালিকায় আছেন আফগানিস্তানের রশিদ খান, মোহাম্মদ নবী, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস, পাকিস্তানের শোয়েব মালিক, হাসান আলী, ইমরান খান জুনিয়র ও ফখর জামান। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভোকে আনার চেষ্টা করছে দলটি।

এদিকে গত দুই মৌসুম তামিম ইকবাল খেলেছিলেন চিটাগাং ভাইকিংসের হয়ে। এবার আর সেই ঘরে নেই। চিটাগাং ছেড়ে তামিম এবার যোগ দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। ইতোমধ্যে টাইগার ওপেনারের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা অনেকটাই সেরে ফেলেছে কুমিল্লা।

অপরদিকে কুমিল্লাকে শিরোপা পাইয়ে দেয়া দলনেতা মাশরাফি বিন মুর্তজাকে এবার ছেড়ে দিয়েছে দলটি। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক এবার যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে।

শুধু আইকন খেলোয়াড় তামিমকেই নয়, দেশি-বিদেশি বেশ কয়েকজন খেলোয়াড়কে দলভুক্ত করেছে কুমিল্লা। দেশি খেলোয়াড়দের মধ্যে গতবারের ওপেনার ইমরুল কায়েসকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। সঙ্গে ওপেনার লিটন দাস ও অলরাউন্ডার সাইফউদ্দিনকে দলভুক্ত করেছে কুমিল্লা।

(ঢাকাটাইমস/১৯জুলাই/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :