নানা কাজের স্মার্টওয়াচ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটামইস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৭, ১২:২৩

যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযু্ক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গার্মিন নতুন একটি স্মার্টওয়াচ বাজারে ছেড়েছে। ওয়াচটির মডেল ফোররানার ৩৫। ওয়াচটির বিশেষত্ব হচ্ছে এতে বিল্টইন জিপিএস, হার্ট রেট সেন্সর রয়েছে। ভারতের বাজারে ওয়াচটির মডেল ১৫ হাজার ৯৯৯ রুপি।

ওয়াচটি বেশ কয়েকটি রঙে পাওয়া যাবে। ওয়াচটি দিয়ে ২৪ ঘণ্টাই হার্ট রেট মনিটর করা যাবে। এছাড়াও এটি দিয়ে পদক্ষেপ পরিমাপ, ক্যালোরির পরিমান জানা যাবে।

স্পোর্টস ডিজাইনে তৈরি ওয়াচটিতে হাই রেজুলেশনের ডিসপ্লে আছে। এতে আছে মাল্টিপল স্পোর্টস প্রোফাইলিং যেমন ইনডোর রানিং, সাইকেলিং, ওয়াকিং। আপনার স্বাস্থ্যরক্ষার দায়িত্ব নেবে ওয়াচটি।

এছাড়াও ওয়াচটিতে মাধ্যমে বাতা, কল আদান-প্রদান করা যাবে।

ফোনের সঙ্গে ওয়াচটি সংযুক্ত করার জন্য আছে গার্মিন কমপেনিয়ন মোবাইল অ্যাপ।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা