স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৭, ১৪:৩১

লক্ষ্মীপুরে রামগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে একজন। তার নাম মোজাম্মেল হক। হত্যার ১০ বছর পর এই রায় দিল জেলার একটি আদালত।

বুধবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইদুর রহমান গাজী এই রায় দেন বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের অতিরিক্তি পাবলিক প্রসিউকিউটর আবুল কালাম। দ-প্রাপ্ত মোজাম্মেল হক পলাতক।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৬ আগস্ট রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী নাসিমা আক্তারকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। পরের দিন নিহতের ভাই মমিন উল্যা বাদী হয়ে মোজাম্মেল হকসহ তিনজনকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা করেন।

একই বছরের ২৬ নভেম্বর মোজাম্মেল হককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৯ সালের ৩ মার্চ মোজাম্মেলের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে বিচার শুরু হয়। দীর্ঘ শুনানি ও স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত এ রায় দিয়েছে।

ঢাকাটাইমস/১৯জুলাই/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :