ঘুষ লেনদেন: নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৭:৪৫ | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৭, ১৫:৫৯

ঘুষের পাঁচ লাখ টাকাসহ গ্রেপ্তার নৌঅধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার একেএম ফখরুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. ইব্রাহিম পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বুধবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এই দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার দুপুর ২টার দিকে নৌ-মন্ত্রণালয়ের সচিবলায়ের নিজ দপ্তরে ঘুষ গ্রহণকালে ফখরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

মামলায় বলা হয়, বেঙ্গল মেরিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান অথরাইজড পারসন হিসেবে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ২২টি জাহাজের নকশা অনুমোদনের জন্য নৌপরিবহন অধিদপ্তরে আবেদন করে। কিন্তু জাহাজের আকারভেদে প্রতি নকশা অনুমোদনের জন্য বিভিন্ন সময়ে পাঁচ থেকে ১৬ লাখ টাকা ঘুষ দাবি করেন প্রকৌশলী একেএম ফখরুল ইসলাম। সর্বশেষ গত ১৩ এপ্রিল এমভি নওফেল লিহান জাহাজের নকশা অনুমোদনের জন্য পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন ফখরুল। ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বেঙ্গল মেরিন কর্তৃপক্ষ মঙ্গলবার তাকে দাবিকৃত ঘুষ প্রদানে সম্মত হয়ে বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করে। বিষয়টি জানার পর দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে বিশেষ টিম সকাল থেকে ওই ভবনের চারদিকে অবস্থান নেয়। এরপর বেলা ২টার দিকে ঘুষ নেয়ার পর টাকাসহ হাতে নাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে দুদকের সহকারী প্রকৌশলী মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/১৯জুলাই/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :