দৌলতদিয়ায় ফেরির টিকিটে দালালি, গ্রেপ্তার ১০

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৭, ১৬:২২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ট্রাক পারাপারে দালাল চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- গোয়ালন্দ উপজেলার উজানচর দেওয়ান পাড়া গ্রামের কোব্বাত ফকিরের ছেলে মিন্টু ফকির (২৫), দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর সাত্তার মেম্বার পাড়ার মজিবর মন্ডলের ছেলে সোহেল রানা (২৮), সোহরাপ মন্ডলের পাড়া আলম ফকিরের ছেলে খোকন ফকির (২১), খানকা শরীফ পাড়ার আফতার শেখের ছেলে রুহুল আমিন (৩২), ওমর আলীর পাড়ার কাশেম মন্ডলের ছেলে আজিবর মন্ডল (৩০), কাজী পাড়ার আক্কাস আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৪), রমজান শেখের ছেলে মতিয়ার রহমান (৩৬), উম্বার কাজীর পাড়ার আফসার কাজীর ছেলে ইকবাল হোসেন (২২), গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকার রমজান মোল্লা ছেলে আ. রাজ্জাক মোল্লা (৪২), রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর দত্ত পাড়ার মমিন পাটোয়ারীর ছেলে নুরুল ইসলাম (৩৫)।

এর আগে ১৬ জুলাই স্থানীয় পত্রিকায় ‘দৌলতদিয়া ঘাটে দালাল ছাড়া মেলে না ফেরির টিকিট’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

রাজবাড়ী ডিবি পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান, পত্রিকায় দৌলতদিয়া ঘাটের দালাল চক্র নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর রাজবাড়ী পুলিশ সুপার সালমা বেগমের নেতৃত্বে দালাল চক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ দালালকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার গোয়েন্দা পুলিশকে দৌলতদিয়া ঘাটের দালাল চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার নির্দেশ নিয়েছেন বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/১৯জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :