ব্র‏হ্মপুত্র থেকে বালু উত্তোলন, ড্রেজার মেশিনে আগুন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৭, ১৭:০৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্র‏হ্মপুত্র নদ থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর-আল-নাসীফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব মেশিন ধ্বংস করেন। ব্র‏হ্মপুত্র নদের মির্জাপুর নামক এলাকা থেকে বালু উত্তোলন করায় ওই ড্রেজার মেশিন দুটি ধ্বংস করা হয়।

এসময় বালু উত্তোলনে জড়িত লোকজন ট্রলার রেখে পালিয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ড্রেজার মেশিন দুটোতে আগুন ধরিয়ে ধ্বংস করা হয়।

দীর্ঘদিন ধরে ব্র‏হ্মপুত্র নদের বাহাদিয়া, মির্জাপুর, মুনিয়ারিকান্দা স্পট থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে অসাধু মহল। এতে নদের দুপাশের পাড় ভেঙে ফসলি জমির ক্ষতিসাধন হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক তানভীর-আল-নাসীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রলার ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে ধরা যায়নি। পরে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে ধ্বংস করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৯জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :