দেশকে সংবিধানের ধারায় এনেছেন শেখ হাসিনা: খালিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৭, ১৭:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে চলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সংবিধান পেয়েছি, পঁচাত্তরের পর জিয়াউর রহমানসহ সামরিক জান্তারা সে সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছে। রক্তের আখরে লেখা সেই সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উপলক্ষে জেলার বিরল উপজেলা চত্বরে এক র‌্যালিপূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ‘বারবার সংবিধান পরিবর্তন করা হলে, জনগণের আস্থা থাকবে না। সংবিধান দুর্বল হয়ে যাবে। সংবিধান দুর্বল হলে আমাদের মুক্তিযুদ্ধ ও আমরা সবাই দুর্বল হয়ে যাবো।’

খালিদ বলেন, ‘জিয়া, এরশাদ ও খালেদা নিজেদের প্রয়োজন অনুযায়ী সংবিধানকে ব্যবহার করেছেন। প্রতি পাঁচ বছর পরপর সংবিধান নিয়ে জটিলতা তৈরি হতো। সে অচলায়তন ভেঙে দেশকে সংবিধানের ধারায় নিয়ে এসেছেন শেখ হাসিনা।’

বিভিন্ন খাতে সরকারের নানা উন্নয়ন প্রকল্প তুলে ধরে খালিদ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বের সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সত্য ও সংবিধানের পথে চলেন বলেই আজকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে।’

বিএনপি আবারও ষড়যন্ত্রের পথে যেতে পারে উল্লে­খ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান খালিদ।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা পূরভী রানী রায়, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু।

একই দিন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও মানবিক সহায়তা কর্মসূচির অর্থ বিতরণ করেন খালিদ। পরে জেলার বোচাগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন তিনি।

(ঢাকাটাইমস/১৯জুলাই/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :