ডিআরইউর ফল উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৭, ১৭:৪২

প্রতি বছরের মতো এবারও ফল উৎসব করেছে রিপোর্র্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনটির কার‌্যালয়ের ক্যান্টিনে আয়োজিত দিনব্যাপী ফল উৎসবটি উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

সকাল ১০টায় শুরু হওয়া এবারের ফল উৎসবে ছিল আম, জাম, কাঁঠাল, আনারস, তরমুজ, বাঙ্গি, জামরুল, সফেদা, আমলকী, করমচা, কলা, আনার, জাম্বুরা, কামরাঙা, আমড়া, পেয়ারা, লটকনসহ প্রায় ২০ রকমের বাহারি ফল।

দেশীয় ফলের চারা রোপণ ও দেশীয় ফল খাওয়ার প্রতি সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন বলে জানায় ডিআরইউ।

অনুষ্ঠানের প্রধান অতিথি পর্যটনমন্ত্রী বলেন, বছরের এই সময়টাতে সবচেয়ে বেশি দেশীয় ফল পাওয়া যায়। দেশের কৃষিক্ষেত্রে পরিবর্তনের ফলে কিছু কিছু ফল এখন সারা বছর পাওয়া যায়। বাংলাদেশের আম এখন ইউরোপের দেশগুলোতেও রফতানি হয়।

দেশীয় ফলের প্রতি জনসচেতনতা আরো বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ‘ফরমালিন ও ওষুধমুক্ত দেশীয় ফল যেন আমরা সবার হাতে তুলে দিতে পারি সেই বিষয়ে লক্ষ্ রাখতে হবে।’ এই ক্ষেত্রে ডিআরইউর ফরমালিনমুক্ত ফল উৎসব ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, সহ-সভাপতি আবু দারদা যোবায়ের, মিলটন জিলানী, কাফি কামাল, সাইফুল ইসলাম, সোহেল মাহমুদ, হাবিবুর রহমান, ইউডোকল পিও ফোরামের সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তফাসহ ডিআরইউ সদস্যরা।

(ঢাকাটাইমস/১৯জুলাই/বিইউ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা