শেখ হাসিনার সরকার যা বলে তাই করে: পররাষ্ট্রমন্ত্রী

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৭, ১৯:১৯

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সার্বিক উন্নয়নসহ জীবনযাত্রার মান দিন দিন আরও উন্নতির দিকে যাচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মো. আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, এ সরকার মডেল সরকার, যা বলে তাই করে।

বধুবার বিকেলে দিনাজপুর চিরিরবন্দরে আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ে ২০১৪-১৭ ইং সালের জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা, মা-সমাবেশ ও দক্ষিণ আলোকডিহি (মুন্সিপাড়া) এলাকার নতুন বিদ্যুৎ সংযোজন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এসময় লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান মন্ত্রী। এ জন্য বঙ্গবন্ধু সম্পর্কীত বই পড়তে হবে। এ ব্যাপারে ছাত্র-ছাত্রীদের প্রতি শিক্ষক ও অভিভাবকদের নজর রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, যে যত বেশী বই পড়বে সে তত বেশী মেধা অর্জন করবে।

বিদ্যালয়ের সভাপতি মো. মোখলেচ্ছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাশফাকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুবুর রহমান শাহ্, সাধারণ সম্পাদক মো. আহসানুল হক মুকুল, চিরিরবন্দর অফিসার ইনচার্জ মো. হারেসুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মঞ্জুরুল হক, প্রধান শিক্ষক নন্দন কুমার দাসসহ আওয়ামী লীগের সকল নেতা-কর্মী, অভিভাবকসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথী সকাল সাড়ে নয়টায় চিরিরবন্দর উপজেলার বিজট্রি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে মোকসেদ মন্ডল-এর বাড়ি যাওয়ার রাস্তার উদ্বোধন করেন।

সকাল সাড়ে ১০ টায় নারী ফোরাম কর্তৃক হত দরিদ্র মহিলাদের মাঝে টেউ টিন, টিউবওয়েল, হুইল চেয়ার ও ত্রাণের টেউ টিন বিতরণ, সকাল ১১ টায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ, দুপুর ১২ টায় আব্দুলপুর হর্তকি তলা হতে মহিষমারী যাওয়ার রাস্তার ইছামতি নদীর উপর ত্রাণের ব্রিজ উদ্বোধন করেন। পরে বিকাল ৫ টায় মন্ত্রী ফতেজংপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স্র এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

(ঢাকাটাইমস/১৯জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

এই বিভাগের সব খবর

শিরোনাম :