ম্যাচ গড়াপেটা: ২০১১ বিশ্বকাপ ফাইনালের তদন্তে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুলাই ২০১৭, ০৯:৫৫ | প্রকাশিত : ২০ জুলাই ২০১৭, ০৯:০৫

কিছু দিন আগেই ২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালকে নিয়ে প্রশ্ন তুলেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুন রানাতুঙ্গা। ভারতের বিশ্বকাপ জয়ের কৃতিত্বের দিকে আঙুল তুলে ছিলেন তিনি। এ বার রানাতুঙ্গার সেই অভিযোগের ভিত্তিতেই ২০১১ বিশ্বকাপের হার নিয়ে তদন্ত করতে চলেছে শ্রীলঙ্কা সরকার।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখর বলেন, ‘এই বিষয়ে বহু দিক থেকেই অভিযোগ আসছে। এবং এও শোনা যাচ্ছে বিশ্বকাপ ফাইনাল ইচ্ছাকৃত ভাবে হেরে ছিল আমাদের দল। তবে, এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করব না। আমরাও এই বিষয়ে তদন্ত চাই। লিখিতভাবে কেউ অভিযোগ জানালেই এই বিষয়ে তদন্ত কমিটি গড়া হবে।’

শুধু রানাতুঙ্গাই নন, শ্রীলঙ্কার এই হারের বিষয় ২০১১ বিশ্বকাপ ফাইনালের পর সন্দেহ প্রকাশ করেছিলেন বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞরাও। বিভিন্ন শ্রীলঙ্কান কিংবদন্তি সেই সময় প্রশ্ন তুলেছিলেন এই হার নিয়েও। এই হারের কয়েক দিন পরই এক সাবেক ক্রিকেটার বলেন, ‘যে দল গোটা টুর্নামেন্টে এত ধারাবাহিকতা দেখাল, সেই একই দল কী ভাবে ভারতের কাছে ৬ উইকেটে হারতে পারে।’

তৎকালীন শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে সেই সময় এই হারের ময়নাতদন্ত করতে একটি কমিটিও গঠন করেছিলেন। তবে, সেই কমিটির পক্ষ থেকে কোন রকম রিপোর্ট পায়নি শ্রীলঙ্কার সরকার। তবে, শ্রীলঙ্কার ক্রীড়াপ্রেমীদের বিশ্বাস এই বার আসল সত্যটা বেরিয়ে আসবে জনসম্মুখে।

(ঢাকাটাইমস/২০জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :