আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাহীন তামিমদের ব্যাটিং কোচ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৫:২২ | প্রকাশিত : ২০ জুলাই ২০১৭, ১০:৪৪

ব্যাটিং কোচ থিলান সামারাবিরার সঙ্গে চুক্তি শেষ। এ শ্রীলঙ্কান কোচের কাজে খুব একটা খুশি নয় বিসিবি। খেলোয়াড়দের মধ্যেও তেমন জনপ্রিয় ছিলেন না তিনি। তাই সামারাবিরার সঙ্গে আর নতুন করে চুক্তি করেনি বিসিবি। সামারাবিরা অধ্যায় শেষ হওয়ায় নতুন ব্যাটিং কোচের সন্ধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গেছে, ইতিমধ্যে আলোচনা চূড়ান্ত হয়ে গেছে। অল্প কিছু দিনের মধ্যেই চুক্তি হবে। কাজ করবেন অস্ট্রেলিয়া সিরিজ থেকেই।

তবে তামিমদের ব্যাটিং কোচ যিনি হচ্ছেন সেই মার্ক ও নিলের ক্যারিয়ার মোটেও বর্নাঢ্য নয়। টেস্ট, ওয়ানডে দলের ব্যাটিং পরামর্শকের এই লেভেলে খেলারই অভিজ্ঞতা নেই। অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচ খেলেন ৭৬টি। রান করেছেন ৩৭৩৯। ব্যাটিং গড় ৩৫.১৭। সাধারণ মানের ব্যাটসম্যান হলেও অবসরের পর ব্যাটিং কোচিংয়েই মনোযোগ দেন ও নিল।

নিউজিল্যান্ড জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন কিছু দিন। এরপর নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন। এরপর চলে যান ইংল্যান্ডে। সেখানে মিডলসেক্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন।

সামারাবিরাকে আনা হয়েছিল অল্প সময়ের জন্য। প্রথমে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য। পরে নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ বাড়ানো হয় সামরাবিরার।

জানা গেছে, মার্ক ও নিলের নিয়োগও স্বল্পমেয়াদী। কাজে সন্তুষ্ট হলে মেয়াদ বাড়ানো হবে- এ কথাই বলেই এ অস্ট্রেলীয়কে আনা হচ্ছে। চলতি মাসের শেষ দিকে তিনি ঢাকায় আসবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। আগস্টে আস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ। তার প্রস্তুতি ক্যাম্প ইতিমধ্যে শুরু হয়ে গেছে। চলছে ফিটনেস ক্যাম্প। এরপর শুরু হবে ব্যাট বলের অনুশীলন।

কিন্তু ব্যাটিং কোচ হিসেবে ও নিল কেমন হবেন সেটাই প্রশ্ন। সামারাবিরা পর্ব সুখের হয়নি। তার দ্বারা ব্যাটসম্যানরা উপকৃত হয়েছেন, মানতে নারাজ খোদ ব্যাটসম্যানরাই। নতুন কোচের ক্যারিয়ারও সেরকম নয়। তামিমদের মতো বিশ্বমানের ব্যাটসম্যানদের টিপস দেওয়ার জন্য সেই মানের ব্যাটিং কোচই তো দরকার। কিন্তু ও নিল তামিমদের জন্য কতটা সহায়ক হবেন তা সময়ই বলে দেবে।

(ঢাকাটাইমস/২০জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :