বিএনপি নেতা ফারুক কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুলাই ২০১৭, ১৪:৪৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রাজধানীর পল্টন থানার নাশকতার মামলাসহ মোট আটটি মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি মুক্তি পেলেন।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জয়নুল আবদিন ফারুক নিজেই ঢাকাটাইমসকে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে দায়ের করা আট মামলার মধ্যে হাইকোর্ট থেকে পাঁচটি এবং ঢাকা মহানগর আদালত থেকে তিন মামলায় জামিন দেয়া হয়। পরে জামিননামা কারাগারে পাঠানোর পর তা যাচাই-বাছাই শেষে তাকে বৃহস্পতিবার দুপুরের দিকে মুক্তি দেয়া হয়।

গত ২ জুলাই পল্টন থানার ছয় মামলায় ঢাকা সিএমএম আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফারুক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন চার মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে দুই মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়।

(ঢাকাটাইমস/২০জুলাই/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

এই বিভাগের সব খবর

শিরোনাম :