ঠাকুরগাঁওয়ে বই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুলাই ২০১৭, ১৫:০৭

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক বই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা এক বৃদ্ধসহ তিনজনকে বেধড়ক মারপিট করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ওই উপজেলার দৌলতপুর গ্রামের লাইব্রেরির মালিক চিত্ত রায়ের বাড়িতে ৮/১০ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা গেটের তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। প্রতিটি ঘরে ভেতর থেকে লাগানো থাকায় তারা দরজা খুলতে বলে। ঘরের বাসিন্দারা দরজা খুলে না দেয়ায় সিটকানি ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাতরা।তারা দরজা না খোলায় গৃহকর্তার ছেলে নিশান অধিকারী , ভাগিনা হিরাত চন্দ্র রায় ও চাচা হরিপদ মাস্টারকে মারপিট করে।

ডাকাতেরা ঘরের জিনিসপত্র তছনছ করে নগদ ২৫ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে চলে যায়।

এদিকে গৃহকর্তা চিত্ত কৌশলে ঘরের পেছন দরজা দিয়ে বের হয়ে প্রতিবেশীদের খবর দেন। এলাকাবাসী এগিয়ে এলে ডাকাত দল কয়েকটি ফটকা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। যাওয়ার সময় গৃহকর্তার চাচা হরিপদ মাস্টারকেও মারপিট করে ডাকাতরা। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান ডাকাতির কথা স্বীকার করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

(ঢাকাটাইমস/২০জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :