সিনেট শুনানিতে জবাব দেবে ট্রাম্পের ছেলে ও জামাতা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুলাই ২০১৭, ১৫:৪৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে, জামাতা ও সাবেক প্রচার ব্যবস্থাপককে সিনেটে কমিটির শুনানির মুখোমুখি হতে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে কি না তা খতিয়ে দেখতে কংগ্রেসের যে দুটি কমিটি কাজ করছে তারা এ তিনজনকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, জারেড কুশনার এবং পল ম্যানাফোর্টকে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা তিনজনই গত বছর নিউইয়র্কে রাশিয়ান এক আইনজীবীর সঙ্গে বৈঠক করেছিলেন।

এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও পল ম্যানাফোর্টকে আগামী বুধবার সিনেট কমিটিতে উপস্থিত হওয়ার জন্য ডাকা হয়েছে। আর জারেড কুশনার মুখোমুখি হবেন সিনেট ইন্টেলিজেন্স কমিটিতে যেটি হবে একটি রুদ্ধদ্বার সেশন।

সাবেক এফবিআই প্রধান জেমস কোমির পর এটিই সিনেটের হাই প্রোফাইল শুনানি হবে বলে মনে করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২০জুলাই/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :