দরিদ্রদের চিকিৎসায় ক্ষুদ্র বিমা, নতুন চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৮:১৮ | প্রকাশিত : ২০ জুলাই ২০১৭, ১৮:০৬

হত দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’ আরও ছড়িয়ে দিতে নতুন চুক্তি করেছে সরকার। এই চুক্তির মাধ্যমে টাঙ্গাইলে চলমান প্রকল্প চালু হবে অন্য এলাকাতেও। ধীরে ধীরে তা পুরো দেশে ছড়িয়ে দেয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর স্বাস্থ্য অর্থনীতি ইউনিট ও বেসরকারি বিমা প্রতিষ্ঠান গ্রিন ডেল্টার মধ্যে চুক্তি সই হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলাম এবং গ্রিন ডেল্টার এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

অনুষ্ঠানে জানান হয়, ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’ প্রথম যুক্ত হয় ২০১৬ সালে। এবার এই প্রকল্পের দ্বিতীয় ধাপের জন্য স্কিম অপারেটর হিসেবে যুক্ত হয়েছে গ্রিন ডেল্টা ইন্সুরেন্স।

অনুষ্ঠানে জানানো হয়, টাঙ্গাইলের কালিহাতি, ঘাটাইল ও মধুপুরের ৩০ হাজার পরিবার এই ক্ষুদ্রবিমার সুবিধা পাচ্ছে। এক হাজার টাকার প্রিমিয়ামে এক বছরে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রতি পরিবার স্বাস্থ্য সেবা পাচ্ছে। এই সেবা প্রদান করছে স্থানীয় সরকারি হাসপাতালগুলো।

গ্রিন ডেল্টা ইন্সুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী চুক্তি সই অনুষ্ঠানে বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি শেখ হাসিনার স্বপ্নের বাস্তবায়ন। এই প্রকল্পের দ্বারা দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের জন্য বিনামূল্যে ক্ষুদ্রবিমা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে টাঙ্গাইলের তিনটি উপজেলায় এই প্রকল্প শুরু হয়েছে।

এই কর্মসূচি পুরোপুরি চালু হলে বিশেষ করে হতদরিদ্র মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করা সহজ হবে বলে আশা করছে সরকার।

ঢাকাটাইমস/২০জুলাই/জিএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

করোনায় ধূমপায়ীদের মৃত্যু হার ৩ গুণ বেশি: গবেষণা

বিদায়ী উপাচার্যের অনিয়ম-দুর্নীতির প্রশ্নে যা বললেন ডা. দীন মোহাম্মদ

বিএসএমএমইউতে নতুন উপাচার্যকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি  

অ্যানেস্থেসিয়ায় হ্যালোথেন ব্যবহার বন্ধ করতে বললো স্বাস্থ্য সেবা বিভাগ, কেন এ নির্দেশ?

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় বাদাম!

স্বাধীনতা দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্ব যক্ষ্মা দিবসে জানুন সংক্রামক এ রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত

মৃগী রোগ সম্পর্কে কতটা জানেন? এর লক্ষণ আর চিকিৎসাই বা কী?

এক যুগ আগেই জানা যাবে আপনি মূত্রাশয়ের ক্যানসারে আক্রান্ত কি না

কীভাবে চিনবেন প্রাণঘাতী অগ্ন্যাশয়ের ক্যানসার? বাঁচতে হলে জানুন

এই বিভাগের সব খবর

শিরোনাম :