চিকুনগুনিয়া: ফোন দিলে বাসায় যাবেন ডিএসসিসির চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৯:৪১ | প্রকাশিত : ২০ জুলাই ২০১৭, ১৯:০৬

বাড়িতে বসেই চিকিৎসাসেবার পাশাপাশি ওষুধও পাবেন চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীরা। এ জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চালু করেছে কল সেন্টার। নাগরিকদের শুধু ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে জানালেই কল সেন্টার থেকে সংশ্লিষ্ট এলাকার কর্তব্যরত চিকিৎসক এ-সংক্রান্ত সেবা দিতে রোগীর বাসায় পৌঁছে যাবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বৃহস্পতিবার থেকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্যকেন্দ্র, ৫টি নগর মাতৃসদন কেন্দ্র এবং কর্পোরেশনের নিজস্ব দুটি হাসপাতাল ও একটি মাতৃসদন কেন্দ্র থেকে এ সেবা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন।

দ্রুততম সময়ের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করে মেয়র সাঈদ খোকন বলেন, সে লক্ষ্যে ডিএসসিসি বহু ধরনের উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রয়েছে জনসচেতনতামূলক শোভাযাত্রা, মসজিদে বয়ান করা, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ, মাইকিং, প্রতি ওয়ার্ডে সমাবেশের আয়োজন, পত্রিকায় বিজ্ঞাপন ও ইলেকট্রনিক চ্যানেলে টিভিসি সম্প্রচার, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান ইত্যাদি।

মেয়র জানান, আজ (বৃহস্পতিবার) থেকে ৩৬টি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে একযোগে এসব সেবা দেয়া হবে। চিকুনগুনিয়ায় আক্রান্তদের ফোন কল পেলেই সেবা ও ওষুধ পৌঁছে যাবে বাড়িতে।

(ঢাকাটাইমস/২০জুলাই/জিএম/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :