ঠাকুরগাঁওয়ে তিন মাদক বিক্রেতা আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুলাই ২০১৭, ২০:০৮

বালিয়াডাঙ্গী থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে চালিয়ে ৪৩ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক বিক্রেতাকে আটক করেছে।

বুধবার দিবাগত রাত ১টা হতে ভোর ৪টা পর্যন্ত পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বালিয়াডাঙ্গী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রতœাই কাশিবাড়ী গ্রামের সামসুল হকের ছেলে তারেক (২৭), তারাঞ্জুবাড়ী গ্রামের মৃত তফিল উদ্দীনের ছেলে সলিম উদ্দীন (৩৫) ও উদয়পুর বালুবাড়ী গ্রামের প্রেতা পালের ছেলে ভুপেন পাল ওরফে সাদু (৬৫)।

ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে সঙ্গীয় ফোর্সসহ আমজানখোর ইউনিয়নে টানা চার ঘণ্টার মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করাকালীন সময়ে ১শ গ্রাম গাজা ও ৪৩ বোতল ফেনসিডিলসহ আসামি তারেক, সলিম উদ্দীন ও সাদুকে আটক করা হয়।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :