মির্জাপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুলাই ২০১৭, ২২:২২

টাঙ্গাইলের মির্জাপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ফতেপুর, জামুর্কী ও বহুরিয়া ইউনিয়নের বংশাই, ঝিনাই, লৌহজং ও ধলেশ্বরী শাখা নদীর ভাঙন কবলিত পরিবারের মধ্যে এই চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন। ক্ষতিগ্রস্তদের ১৫ কেজি করে ৫ টন চাল দেয়া হয়।

এছাড়াও ফতেপুর ইউনিয়নের ভাঙন কবলিত একটি মসজিদ ও মন্দির উন্নয়নে নগদ ১০ হাজার টাকা অনুদান দেন ইউএনও ইসরাত সাদমীন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র সাহা, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রউফ, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম এরশাদ উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই চাল বিতরণ করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২০জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :