ছেলেমেয়েদের নৈতিক শিক্ষায় জোর দিতে হবে: দোলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুলাই ২০১৭, ২০:২৯ | প্রকাশিত : ২১ জুলাই ২০১৭, ১৯:০৪

ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন ছেলেমেয়েদের নৈতিক শিক্ষায় জোর দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘শুধু স্কুল কলেজের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, আমাদের ছেলেমেয়েদের নৈতিক শিক্ষায় আরও বেশি শিক্ষিত করতে হবে। বাবা-মাকে এ দায়িত্ব নিতে হবে। পারিবারিকভাবে এটি সম্ভব।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার দুপুরে ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

প্রযুক্তির উৎকর্ষের বিষয়টি তুলে ধরে ঢাকাটাইমস সম্পাদক বলেন, ‘প্রযুক্তির ভলোমন্দ দুটোই আছে। ছেলে মেয়েরা যেন প্রযুক্তির ইতিবাচক শিক্ষা পায়, অভিভাবকদের কাছে এটি আমার অনুরোধ।’

শিক্ষার্থীদের উদ্দেশে আরিফুর রহমান দোলন বলেন, ‘আমাদের এই দেশ কীভাবে স্বাধীন হলো সেই ইতিহাস তোমাদের জানতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল বলেই আজ আমরা এখানে এত সুন্দর একটি অনুষ্ঠান করার সুযোগ পেরেছি।’ সন্তানদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানোর জন্য তিনি অভিভাবকদের অনুরোধ করেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে দীর্ঘসূত্রিতা রয়েছে উল্লেখ করে ঢাকাটাইমস সম্পাদক বলেন, ‘আগে ম্যানেজিং কমিটি শিক্ষক নিয়োগ করতে পারতো। এখন পারছে না। যেকারণে অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে। শিক্ষক মারা গেলে তার পরিবর্তে নতুন শিক্ষক নেয়া যাচ্ছে না। আমি শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করবো শিক্ষক নিয়োগের এই দীর্ঘসূত্রিতা থেকে পরিত্রাণে তিনি ব্যবস্থা নেবেন।’

আরিফুর রহমান দোলন বলেন, ‘এই মুহূর্তটি অত্যন্ত আবেগপূর্ণ। আমাদের ছেলেমেয়েরা ভালো করলে আমাদের ভালো লাগে। খারাপ করলে কষ্ট পাই। আমাদের সন্তানদের মধ্যে যারা ভালো ফল করেছো আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই। তোমাদের জন্য আমার শুভ কামনা রইল।’

(ঢাকাটাইমস/২১জুলাই/এইচএফ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজপাট বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা