সাতক্ষীরায় নারী পাচারকারী আটক, তরুণী উদ্ধার

এম বেলাল হোসাইন, সাতক্ষীরা
 | প্রকাশিত : ২১ জুলাই ২০১৭, ১৯:১৪

বিয়ের কথা বলে এক তরুণীকে ঢাকা থেকে পাচার করার সময় নারী পাচারকারীকে আটক করেছে সাতক্ষীরা পুলিশ। এ সময় ওই তরুণীকেও উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। আটক পাচারকারীর নাম বাবলুর রহমান মনি। তিনি শহরের কাটিয়া এলাকার আফছার আলী সরদারের ছেলে।

উদ্ধার হওয়া তরুণী তানিয়া আক্তার (১৮) পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার সিংখালী গ্রামের দুলাল হাওলাদারের মেয়ে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, ঢাকার রাইফেল স্কয়ারের একটি ফাস্ট ফুডের দোকানের কর্মচারী তানিয়াকে বিয়ের কথা বলে সাতক্ষীরা শহরে নিয়ে আসেন বাবলুর রহমান মনি। পরে তিনি ওই তরুণীকে বিয়ে না করে চাকরির কথা বলে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

শুক্রবার সকালে শহরের সদর হাসপাতাল এলাকা থেকে ওই তরুণীকে ইজিবাইকে তুলে নেওয়ার চেষ্টা করলে তার চিৎকারে পুলিশ এসে বাবলুর রহমান মনিকে আটক করে।

এ ঘটনায় ওই তরুণী সাতক্ষীরা সদর থানায় বাবলুর রহমান মনির বিরুদ্ধে একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/২১জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :