চুয়াডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুলাই ২০১৭, ২১:১২
ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ হয়েছেন। শুক্রবার বিকালে তাদের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে নতুন গ্যাস সিলিন্ডার সংযোজনের পর আকস্মিক বিস্ফোরিত হয়ে গৃহবধূ হাবিবা সুলতানা (৩৫) ও তার ছেলে তানভীর আহমেদ (১৪) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কানিজ নাঈমা জানান, ছেলে তানভীরের শরীরের ৫০ শতাংশ ও মা হাবিবা খাতুনের শরীরের ৪০ শতাংশ ঝলসে গেছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :