সীতাকুন্ডে রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সহায়তা

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুলাই ২০১৭, ২৩:১১

চট্টগ্রামের সীতাকুন্ড ত্রিপুরা পল্লিতে অজ্ঞাত রোগে মৃত ও আক্রান্তদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম।

শুক্রবার রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন ও ত্রিপুরা স্টুডেন্টন্স ফোরামের উদ্যোগে সীতাকুন্ড সোনাইছড়ি ত্রিপুরা পল্লিতে গিয়ে নিহত নয়জন শিশুর পরিবারের মাঝে ২হাজার টাকা করে ও আক্রান্ত ৪৬জন পরিবারের মাঝে ৪০০ টাকা আর্থিক সহায়তা এবং নিরাপদ পানি প্রদান করা হয়।

এ সময় ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট’স ফোরামের সভাপতি হৃদয় ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিকাশ ত্রিপুরা, সহ সাধারণ সম্পাদক ঋতিক ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক রোকেশ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় সদস্য আঞ্জুলাল ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টন্স ফোরামের সদস্য রিয়া মনি ত্রিপুরা ও মহোনা ত্রিপুরা, দপ্তর সম্পাদক টিটু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

পরে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের নেতাবৃন্দরা সীতাকুন্ড সোনাইছড়ি ত্রিপুরা পল্লির অজ্ঞাত রোগে আক্রান্ত শিশুদের চট্টগ্রাম মেডিককেল কলেজ ও ফৌজদার হাট বিআইটি হাসপাতালে দেখতে যান।

(ঢাকাটাইমস/২১জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :