আখাউড়ায় অভাবের তাড়নায় বৃদ্ধার আত্মহত্যা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
| আপডেট : ২২ জুলাই ২০১৭, ১১:০০ | প্রকাশিত : ২২ জুলাই ২০১৭, ১০:৫৫

ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামে অভাবের তাড়নায় ফাতেমা (৭০) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান নিহতের পরিবারের সদস্যরা।

মনিয়ন্দ স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. ফিরোজ মিয়া জানান, মনিয়ন্দ মিন্টু চৌধুরীর কাঠ বাগানে একটি ঝোঁপড়ী ঘরে দুই ছেলে ও ছেলে বউদেরকে নিয়ে থাকতেন ওই বৃদ্ধা। শনিবার ভোরে বাগানের পাশে বাঁশঝাড়ে ফাঁসিতে ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওই ইউপি মেম্বার জানান, প্রায় ২০ বছর আগে নিহত ফাতেমার স্বামী চরু মিয়া মারা গেছেন। নিজের ভিটেমাটি কিছুই নেই তার। অন্যের জায়গাতে একটি ঝুঁপড়ী ঘর করে থাকতেন ফাতেমা। দুই ছেলে থাকলেও ওরা দিনমজুর। নুন আনন্তে পান্তা ফুরায় প্রতিদিনকার অবস্থা। এরই মাঝে তিনি কয়েক বছর ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন। বিভিন্ন রোগে অসুস্থ্য হওয়ায় ঔষধও আনতে পারতেন না। পারিবারিক আর্থিক অবস্থা খুবই নাজুক। এ পরিস্থিতির মধ্যে পরিবারের সদস্যরা খেয়ে-না-খেয়ে মানবেতর জীবন যাপন করছে। শুক্রবার রাতে যে যার মতো খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে যান। পরে ভোরের দিকে পরিবারের লোকজন প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে দেখে বাগানের পাশে বাঁশের সঙ্গে গলায় ওড়না পেঁচানো লাশ ঝুঁলছে। এ সময় তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এলাকাবাসী ধারনা করছেন, পারিবারিক অভাবের তাড়নায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ঘটনাস্থলে গিয়েছে।

(ঢাকাটাইমস/২২জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :