ব্রেক্সিট আলোচনায় ব্রিটেন ও ব্রাসেলস মুখোমুখি

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০১৭, ১১:০৪

ব্রেক্সিট নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। ব্রেক্সিট নিয়ে ব্রিটেনে দুইবার প্রধানমন্ত্রীর পদত্যাগ যেন সমালোচনার নতুন মাত্রা যোগ করছে। ব্রেক্সিট আলোচনার দ্বিতীয় রাউন্ডে এসে ডেভিস ও মিশেল বার্নিয়ারের মধ্যে আলোচনায় স্থবিরতা দেখা দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন চাইছে, যেসব ইইউ নাগরিক ব্রিটেনে থাকেন, তারা যেন ব্রেক্সিটের পরেও নন-ইইউ নাগরিকদের বিয়ে করে ব্রিটেনে নিয়ে আসতে পারেন কোন ধরনের কড়াকড়ি নিয়ম ছাড়াই।

ব্রিটেন চায়, যারা বৈধভাবে থাকবেন, পার্মানেন্ট ষ্ট্যাটাস পাবেন পাঁচ বছর থাকার পর তারা তাদের পরিবারের সদস্যদের ব্রিটেনে আনতে পারবেন। সমান সুযোগ ব্রিটিশদের ন্যায় যদি তারা পরিবার চালানোর আয়ের সাপোর্ট এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট সফল হন।

আবার ব্রাসেলস চায় সিটিজেন রাইটস ট্রিটি বা ইইউ কোর্টের আইনে হবে।

ব্রিটেন চায়, ব্রাসেলসের কর্তৃত্বের পরিবর্তে নিজেদের স্বাধীনতা, নিজেদের কোর্টের আইনের দ্বারা নির্ধারিত হবে।

তবে ব্রিটেন ও ব্রাসেলস আয়ারল্যান্ড বর্ডার ও ইইউয়ের অংশের বর্ডার নিয়ে অনেকটাই সম্মত।

টেরিজা মে চান, যে সব ব্রিটিশ ইইউতে থাকেন তাদেরও একই অধিকার এবং ইইউয়ের এক দেশ হতে অন্যদেশে চলাচলের অবাধ স্বাধীনতা।

ইইউ চায় ডিভোর্স বিল সেটেলম্যান্ট, ব্রিটেন চায় লেজিটিমেইট মানি সেটেলম্যান্ট। এখানেও বিশাল ব্যবধান বা দ্বিমত।

(ঢাকাটাইমস/২২জুলাই/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :