আমনের চারা রোপনে ব্যস্ত নন্দীগ্রামের কৃষকেরা

মুনিরুজ্জামান মুনির, নন্দীগ্রাম (বগুড়া)
 | প্রকাশিত : ২২ জুলাই ২০১৭, ১২:৩৪

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মাঠে আমন ধানের চারা রোপনের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। দেশের উত্তরাঞ্চল তথা বগুড়ার শস্যভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলার কৃষকরা প্রতি বছরে তিন বার ধানের চাষাবাদসহ রবিশস্যের চাষাবাদ করে আসছেন। এবারও কৃষকরা তাই করছেন। ইতোমধ্যেই নন্দীগ্রাম উপজেলার কৃষকরা রোপা আমন ধানের চাষাবাদ শুরু করেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি খরিপ-২ রোপা আমন মৌসুমে নন্দীগ্রাম উপজেলায় ২০ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তারচেয়ে বেশি চাষাবাদ হতে পারে। বৃষ্টির কারণে রোপা আমন ধানের চাষাবাদের কিছুটা বিলম্ব হলেও এখন পুরোদমে মাঠের ফসলি জমিতে রোপা আমন ধানের চারারোপনের কাজ চলছে। আগামী ১০/১২ দিনের মধ্যেই রোপা আমন ধানের চারারোপন কাজ সম্পন্ন হবে।

সরেজমিনের নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায় কৃষকরা এখন আমন ধানের চারা রোপনের কাজে ব্যস্ত রয়েছেন। কৃষকরা ধানের বাম্পার ফলনের আশায় রয়েছেন। নন্দীগ্রাম উপজেলার দলগাছা গ্রামের আদর্শ কৃষক মোখলেছার রহমান, নামুইট গ্রামের গোলাম রব্বানী, নাগরা গ্রামের বেলাল উদ্দিন, দমদমা গ্রামের আলমগীর হোসেন ও তেঘর থালতা পাড়া গ্রামের বাচ্চু মিয়াসহ অনেক কৃষকের সাথে কথা বললে তারা ঢাকাটাইমসকে জানান, আমরা অতি গুরুত্বের সাথে বাম্পার ফলনের আশায় রোপা আমন ধানের চাষাবাদ শুরু করেছি।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোহা. মশিদুল হকের সাথে কথা বললে তিনি ঢাকাটাইমসকে জানান, ২০ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করি তারচেয়ে বেশি জমিতে চাষাবাদ হবে। সে সাথে বিগত বছরের মতো এবারো আমান ধানের বাম্পার ফলন হবে। সে লক্ষ্য নিয়েই আমরা মাঠপর্যায়ে কাজ চালাচ্ছি। ধানের উৎপাদন বৃদ্ধি হলে কৃষক লাভবান হবে এবং দেশের খাদ্য চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখে।

(ঢাকাটাইমস/২২জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :