হাওরে ১২০০ পরিবারকে ত্রাণ দিচ্ছে রেড ক্রিসেন্ট

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০১৭, ১২:৪১

কিশোরগঞ্জের বন্যা কবলিত এলাকায় রেড ক্রিসেন্ট সোসাইটি ১২শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করছে।

শনিবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী হেলাল।

আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলে অধিক ক্ষতিগ্রস্ত ইটনার ৩২৭টি পরিবার, মিঠামইনের ৩৩০টি পরিবার, অষ্টগ্রামের ৩০৫টি পরিবার, করিমগঞ্জ-তাড়াইলের ১২৭টি পরিবার, নিকলীর ১১১টি পরিবারসহ মোট ১২শ পরিবারকে চার হাজার টাকা করে দেয়া হবে।

চীন রেডক্রস সোসাইটির আর্থিক সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ ইউনিট এ টাকা দিচ্ছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলাগুলোতে এসব ত্রাণ বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :