এরশাদকে কাল বিমানবন্দরে সংবর্ধনা দেবে জাপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০১৭, ১৭:৪২
ফাইল ছবি

ভারতের দিল্লিতে পাঁচ দিনের সফর শেষে কাল রবিবার বিমানযোগে দেশে ফিরবেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বিকেল চারটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ অংশসহ সর্বস্তরের নেতাকর্মী তাকে সংবর্ধনা জানাবে।

শনিবার ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা এ তথ্য জানান।

এরশাদকে সংবর্ধনা দেওয়ার জন্য গঠিত কমিটির আহ্বায়ক বাবলার সভাপতিত্বে আজ বিকালে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা হয়।

জাতীয় পার্টিকে দেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বাবলা বলেন, ‘দেশের মঙ্গলের জন্য ছিল দলের প্রধানের এই সফর। সফর শেষ করে দেশে ফিরছেন তিনি। আমার দক্ষিণ এলাকা থেকে আগামীকাল পাঁচ হাজারের বেশি নেতাকর্মী নিয়ে পার্টির চেয়ারম্যানকে সংবর্ধনা দিতে হাজির হব।’

এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ রবিবার বিকাল চারটায় বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য দলের প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাদের বিশেষভাবে আহ্বান জানান।

গত ১৯ জুলাই সকাল ১০টায় বিমানযোগে দিল্লির উদ্দেশে যাত্রা করেন এরশাদ। তার সফরসঙ্গী হিসেবে আছেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় ও মেজর মো. খালেদ আখতার (অব.)।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এএকে/ )

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :