ভালুকায় পাঁচ একর বনভূমি উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০১৭, ১৯:২৫

ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর মৌজায় ১২১৭ দাগের প্রায় পাঁচ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ। পরে সেখানে চারা রোপন করা হয়।

আজ শনিবার সকালে হবিরবাড়ী বিট কর্মকর্তা শরীফুর রহমান খান চৌধুরীর নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা শেখ আব্দুল কাদির ও হবিরবাড়ী বিটের বন প্রহরীরা অভিযান চালিয়ে এসব ভূমি উদ্ধার করেন।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এই ৫ একর বনভূমি বেদখলীয় অবস্থায় ছিল। যার বর্তমান মূল্য আনুমানিক ১৫ কোটি টাকা।

বিট কর্মকর্তা শরীফুর রহমান খান চৌধুরী জানান, বন বিজ্ঞপ্তিত প্রায় ৫ একর বন ভূমি স্থানীয় একটি মহল প্রভাব খাটিয়ে দীর্ঘদিন জবর দখল করে রেখেছিল। শনিবার বন বিভাগ ওই জমি উদ্ধার করে সরকারের বনায়ন কর্মসূচির অংশ হিসেবে ৫ হাজার আকাশ মনির চারা রোপন করেছেন। প্রত্যেকটি চারার নিরাপত্তার জন্য বাঁেশর কাঠি দিয়ে খুঁটি দেয়া হয়েছে। চারাগুলি রক্ষণাবেক্ষণের জন্য বন প্রহরী ও উপকারভোগীদের দিয়ে সার্বক্ষণিক পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২জুলাই/প্রতিনিধি/ইএস))

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :