কাশ্মিরে ভারতীয় সেনাদের হামলায় ৮ পুলিশ আহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০১৭, ২২:০৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গান্দেরবল জেলার একটি থানায় পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়েছে বেশ কয়েকজন ভারতীয় সেনা। এতে পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ আট পুলিশকর্মী আহত হয়েছে। খবর এনডিটিভির।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে।

আজ শনিবার গণমাধ্যমে প্রকাশ, গতকাল দিবাগত শুক্রবার গভীর রাতে হিন্দুদের তীর্থস্থান অমরনাথ থেকে ডিউটি সেরে সেনা সদস্যরা সাদা পোশাকে প্রাইভেট গাড়িতে করে ফিরে আসার সময় পুলিশ সোনমার্গ তল্লাশি চৌকিতে তাদের থামতে বলে। কিন্তু তারা ওই নির্দেশ অমান্য করে সেখানে না থেমে গান্দেরবলের দিকে এগিয়ে যায়। সোনমার্গ চৌকির পুলিশ বিষয়টি গুন্ড তল্লাশি চৌকিতে জানিয়ে দিলে সেখানে কর্তব্যরত পুলিশ তাদের থামিয়ে দেয়। কারণ সম্প্রতি অমরনাথে সন্ত্রাসী হামলায় আট তীর্থযাত্রী নিহত হবার পর থেকে এই রাস্তায় রাতে চলাচলের ওপর বিধি-নিষেধ ছিল।

সেখানকার পুলিশ সাফ জানায়, এ সময় কোনো যানবাহনকে এখান থেকে না যেতে দেয়ার কঠোর নির্দেশ রয়েছে কারণ, এগিয়ে গেলে বিপদের আশঙ্কা রয়েছে।

এক কর্মকর্তা বলেন, এ সময় সেনা জওয়ানরা ২৪ রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের অন্য সহযোগী জওয়ানদের ডাকলে তারা ঘটনাস্থলে পৌঁছে কর্তব্যরত পুলিশকর্মীদের মারধর করে এবং থানায় ঢুকে ভাঙচুর করাসহ সেখানকার নথিপত্র নষ্ট করে দেয় বলে অভিযোগ। ওই ঘটনায় এক কর্মকর্তাসহ ৭ পুলিশকর্মী আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনাবাহিনী ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন।

এদিকে, কর্তৃপক্ষের কাছ থেকে ওই ঘটনার অবিলম্বে ব্যাখ্যা ও পদক্ষেপ দাবি করেছেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সেনাবাহিনীর সদস্যরা কেন থানার পুলিশ কর্মীদের মারধর করবে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২২জুলাই/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :